ইউটিউব সাবস্ক্রাইবার ৫০০ হলেই অ্যাকাউন্টে ঢুকবে টাকা - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

ইউটিউব সাবস্ক্রাইবার ৫০০ হলেই অ্যাকাউন্টে ঢুকবে টাকা

 YouTube Partner Program (YPP)-এ একাধিক আপডেট যোগ করা হয়েছে। তার ফলে এখন ইউটিউবের মাধ্যমে অর্থ রোজগার আরও সহজ হয়ে গিয়েছে। 


মাত্র ৫০০ সাবস্ক্রাইবার হলেই ইউটিউব চ্যানেল থেকে আয়ের সুযোগ পাবেন ব্যবহারকারীরা। কনটেন্ট (আধেয়) নির্মাতাদের আরও বেশি আয়ের পাশাপাশি সম্পৃক্ততা বাড়াতে এ ঘোষণা দিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ।

এর আগে এক হাজার থাকলে আয় করতে পারতেন ইউটিউবাররা। এখন এই সংখ্যা কমিয়ে ৫০০ করা হয়েছে।

এই পার্টনার প্রোগ্রামের মাধ্যমে একজন কনটেন্ট ক্রিয়েটর অর্থ রোজগার করতে পারবেন যদি তিনি এবং তাঁর চ্যানেল এই তিনটি শর্ত মানতে পারেন:-

১) ওই ক্রিয়েটরের অন্তত 500 সাবস্ক্রাইবার থাকতে হবে।

২) বিগত ৯০ দিনে অন্তত তিনটি কনটেন্ট আপলোড করতে হবে যেগুলি পাবলিক।

৩) গত এক বছরে ৩০০০ ওয়াচ হাওয়ার (Watch Hour) বা গত ৯০ দিনে ৩ মিলিয়ন শর্ট ভিউ থাকতে হবে চ্যানেলের। অর্থাৎ  ইউটিউব শর্টসের ভিউ (দেখার সংখ্যা) এক কোটি থেকে কমিয়ে ৩০ লাখ করা হয়েছে।

ভিডিও আপলোড বন্ধ করে দেন। এ ধরনের নির্মাতাদের কথা মাথায় রেখেই নতুন পরিবর্তন এনেছে ইউটিউব। ইউটিউবের এ ঘোষণার মাধ্যমে নতুন কনটেন্ট নির্মাতারা আরও উৎসাহিত হবেন।

প্রাথমিক নতুন ফিচারের এ সুবিধা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, তাইওয়ান এবং দক্ষিণ কোরিয়ার ব্যবহারকারীরা পাবেন। পর্যায়ক্রমে অন্য দেশেও এ সুবিধা চালু করা হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}