১৪ জুন ‘আড্ডা উইথ অরিত্র, অ্যাপিসোড-১০’-এর অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অঙ্কুশ। সেখানে তিনি নিজের একটি সিক্রেট ফাঁস করে অঙ্কুশ বলেন, বলিউড থেকে তিনি প্রস্তাব পেয়েছিলেন। আর সেটা যেনোতেনো কারো কাছ থেকে নয়, সোজা আমির খানের তরফ থেকে।
হলিউডের ব্লকবাস্টার ছবি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রিমেক করছেন আমির খান। ছবিতে টম হ্যাংকের চরিত্রে অভিনয় করছেন তিনি। আর এই ছবিতে আমিরের ‘বেস্ট ফ্রেন্ড’-এর চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেয়া হয় অঙ্কুশকে। কিন্তু তিনি ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
এমন সুযোগ পেয়েও কেন প্রস্তাব ফেরালেন অঙ্কুশ? তারও জবাব দেন অরিত্রকে। অঙ্কুশ বলেন, আমাকে ফোন করে জানানো হয় যে ‘ফরেস্ট গাম্প’-এর ফ্রেম টু ফ্রেম কপি হতে যাচ্ছে হিন্দি রিমেকটা, এটাতে তোমার এই চরিত্রে (আমিরের বেস্ট ফ্রেন্ড) অভিনয় করতে হবে। তুমি কি আগ্রহী? এমন প্রশ্নে আমি বলে দিয়েছি, বলিউডে আমি কারো ‘বেস্ট ফ্রেন্ড’-এর রোলে অভিনয় দিয়ে ক্যারিয়ার শুরু করতে চাই না, ছবির লিড কিংবা মাল্টিস্টারকাস্টের একজন হলে প্রস্তাব ফেরাতেন না বলেও জানান তিনি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন