দীর্ঘ দুই বছর অপেক্ষার পর আগামী ১৩ মার্চ ‘উনপঞ্চাশ বাতাস’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত এই ছবিতে নীরা ও অয়নের ভূমিকায় দেখা যাবে টিভির পরিচিত মুখ
শার্লিন ফারজানা ও নতুন মুখ ইমতিয়াজ বর্ষনকে।
ছবিটি নির্মিত হয়ে যাওয়ার দীর্ঘদিন পর প্রযোজক পরিবেশক সমিতির বিশেষ বিবেচনার জন্য আবেদন করেছিল। মুক্তি দিতে এতো দেরি হলো কেন? ছবিটির প্রযোজক নাকি একটা ফাঁকা সময় খুঁজেছেন ছবিটি মুক্তির জন্য।‘বেশ কয়েকবার ছবিটি মুক্তির তারিখ পিছিয়েছে।
আসলে এটা যেই ঘরানার ছবি সেই ধরনের দর্শক ও চাহিদা তৈরি করতে চেয়েছেন ছবিটির পরিচালক। যেই সময়টাতে অন্যান্য ছবির প্রতিযোগিতা থাকবে না, দর্শক ছবিটি হলে গিয়ে দেখবে। তাহলে একটা শ্রেণীর দর্শক হয়তো আমরা পাবো। শাকিব খানের দর্শক আর আমাদের দর্শক তো এক না, তাই একটা সেইফ সময়ে আমরা এটা মুক্তি দিতে চাচ্ছি।’ এর আগে শার্লিন জাগো নামে একটি ছবিতে অভিনয় করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন