৩১ জানুয়ারি আসছে চলচ্চিত্র ‘রবিবার’ - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

৩১ জানুয়ারি আসছে চলচ্চিত্র ‘রবিবার’

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত ভারতীয় সিনেমা ‘রবিবার’ বাংলাদেশে ৩১ জানুয়ারি মুক্তি পাবে। ‘সাফটা’ চুক্তির আওতায় ছবিটি বাংলাদেশে আমদানি করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। এর বিনিময়ে বাংলাদেশ থেকে যাচ্ছে ‘আবার বসন্ত’ ছবিটি। প্রতিষ্ঠানটির কর্ণধার অনন্য মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা গত মাসেই মন্ত্রণালয়ের মৌখিক অনুমতি পেয়ে গিয়েছিলাম। কিন্তু লিখিত কাগজ পেতে একটু দেরি হয়ে গেল। যাই হোক এ সপ্তাহেই আমরা ছবিটি সেন্সরের জমা দেব।’


দুজন প্রাক্তনের দেখা হয় কোনো এক রবিবারে। মান-অভিমানে ভরপুর স্মৃতিরা দুজনের সামনে এসে দাঁড়ায়। এমনই গল্পে ভারতীয় নির্মাতা অতনু ঘোষ নির্মাণ করেছেন ‘রবিবার’। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জয়া আহসান ও কলকাতার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}