ঢাকায় প্রথমবারের মত ‘ভোজন মেলা’ - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

ঢাকায় প্রথমবারের মত ‘ভোজন মেলা’

বাঙালিমাত্রই ভোজনরসিক। বাঙালির এই ভোজনপ্রীতির কথা মাথায় রেখে আসছে ভোজন মেলা। ঢাকার খিলগাঁওয়ের তালতলায় জমজমাট এই মেলা বসছে। মেলা টানা চলবে ১২ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত।

মেলায় প্রায় ৮০-৯০টি রেস্তোরাঁর সমন্বয়ে থাকছে এক বিশাল আয়োজন। আয়োজনজুড়ে থাকছে মজাদার সব খাওয়া-দাওয়া।

মেলা উপলক্ষে উৎসবের আমেজে সাজছে পুরো এলাকা। মেলায় আসবে ঢাকাবাসী, দেখবে পুরো শহর। চলবে আড্ডা, ফুর্তি আর হই-হুল্লোড়।

প্রায় সপ্তাহব্যাপী এই মেলায় অংশ নেওয়া প্রতিটি রেস্তোরাঁয় থাকছে অবিশ্বাস্য অফার। আর প্রিয় সব খাবারে থাকছে ডিসকাউন্ট।

মেলার টাইটেল স্পনসর কোকা-কোলা। ওমেরা কো-স্পনসর। KTBWA আয়োজিত এই মেলার অ্যাডভারটাইজিং ও স্ট্র্যাটেজিক পার্টনার স্কাইওয়াক।

বিভিন্ন মুখরোচক খাবারের সমাহারে ভরপুর এই মেলা ভোজনপ্রেমীদের জন্য হতে যাচ্ছে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। তো আর দেরি কেন, পরিবার-পরিজন, প্রিয় মানুষ ও বন্ধু-বান্ধব নিয়ে উপভোগ করুন আনন্দঘন মুহূর্ত। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}