‘বীর’ এর ফার্স্ট লুক প্রকাশ - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

‘বীর’ এর ফার্স্ট লুক প্রকাশ

গুণী নির্মাতা কাজী হায়াতের ৫০তম ছবি 'বীর'র প্রথম ঝলক প্রকাশ করা হয়েছে। এতে মারমুখী ভঙ্গিতে হাজির হয়েছেন ছবির নায়ক শাকিব খান। মুখে রক্তের দাগ, শরীর ও পোশাকে কালি মাখা। তার সামনে কয়লার স্তুপ পড়ে আছে। আজ বৃহস্পতিবার সকালে ছবিতে শাকিবের এই লুক প্রকাশ করা হয়েছে।

শাকিব খান ও মোহাম্মদ ইকবাল প্রযোজিত এ ছবিতে নায়িকার ভূমিকায় আছেন বুবলী। আরেকটি গুরুকত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আলোচিত অভিনেতা মিশা সওদাগরকে। 'বীর' ছবিটির ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে। এটি একটি দেশাত্মবোধক সিনেমা বলে জানিয়েছেন শাকিব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}