হঠাৎ কর্মীরা পেলেন ৪২ লাখ করে বোনাস! - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

হঠাৎ কর্মীরা পেলেন ৪২ লাখ করে বোনাস!

একটি অনুষ্ঠানের কথা বলে কোম্পানির কর্মীদের ডেকে আনলেন বস। অনুষ্ঠানে আসার পর সবার হাতেই একটি করে খাম ধরিয়ে দেয়া হলো। ওই খামটি খুলতেই অনেকে হাউমাউ করে কেঁদেফেলেন অনুষ্ঠানে। কারণ খামের ভেতরে ছিলো কর্মীদের বোনাস হিসেবে দেয়া ৪২ লাখ টাকার চেক।

মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সেন্ট জন প্রোপার্টি রিয়েল এস্টেট কোম্পানির ১৯৮ জন কর্মীকে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই গড়ে ৪২ লাখ ৪৫ হাজার টাকা করে বোনাস দেয়! সব মিলিয়ে তাদের অ্যাকাউন্ট থেকে বোনাসের জন্য বেরিয়ে গেছে ১০ মিলিয়ন ডলার!

কোম্পানির সহকারী প্রজেক্ট ম্যানেজার স্টেফানি রিডওয়ে বলেন, ‘খামটি খোলার পর আমার বিশ্বাসই হচ্ছিল না। আমার তখন কেমন মনে হচ্ছিল বলে বোঝাতে পারব না। এখনো আমি ঘোরের ভেতর আছি। জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো ব্যাপার।’

সেন্ট জন প্রোপার্টির প্রেসিডেন্ট লরেন্স মায়ক্র্যান্টজ সিএনএনকে জানান, ১৪ বছরের তুলনায় এবার তাদের প্রতিষ্ঠান দ্বিগুণ ব্যবসা করায় কর্মীদের এই পুরস্কার দিয়েছেন।

‘আমাদের টার্গেট পূরণ হওয়ায় কর্মীদের ধন্যবাদ জানাতে চেয়েছি। এমন কিছু করতে চেয়েছি যেটা সবাই মনে রাখে।’

বোনাসের যে অঙ্ক সেটির গড় হিসাব করলে প্রতিজনের ভাগে বাংলাদেশি মুদ্রায় ৪২ লাখ টাকা করে পড়ে। কিন্তু যারা বেশিদিন প্রতিষ্ঠানে কাজ করছেন, তারা আরও বেশি পেয়েছেন ।

সর্বোচ্চ বোনাস পাওয়া ব্যক্তির চেকে ছিল  ২ কোটি ২৯ লাখ টাকার বেশি!

অন্যদিকে এমন একজন কর্মী বোনাস পেয়েছেন, যিনি সবে জয়েন করে কাজেই নামেননি। তার ভাগে পড়েছে সাড়ে ৮ হাজার টাকার মতো।

লরেন্স বলেন, ‘বোনাস হাতে পেয়ে যে দৃশ্য আমি দেখেছি তা জীবনের সেরা মুহূর্ত। সবাই আবেগে ভেসেছেন। কেউ কেউ হাউমাউ করে কেঁদেও ফেলেছেন।’

‘আমার প্রতিষ্ঠানের কর্মীরা এখন ঋণমুক্ত হয়ে বাঁচতে পারবেন। টাকা দিয়ে কে কী করবেন, সেটি সবার কাছে শুনতে ভাল লাগছিল।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}