মুখোরোচক কিছু খবরে চটেছেন পপি - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

মুখোরোচক কিছু খবরে চটেছেন পপি


চিত্রনায়িকা পপিকে নিয়ে গণমাধ্যমের একটি খবরে বেজায় চটেছেন এই গ্লামারগার্ল। তাকে নিয়ে এ ধরণের সংবাদ না প্রকাশ করার অনুরোধ জানিয়েছেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। মুখোরোচক কিছু খবরে চটেছেন সাদিকা পারভীন পপি।
কিছুদিন আগে লেডি অ্যাকশন ঘরনার ‘ইয়েস ম্যাডাম’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে ছিলেন পপি। পরে গল্প মনের মতো না হওয়ায় চুক্তি বাতিল করেছেন। আর এই ঘটনাকে যে যার মতো করে লিখে গিয়েছেন। কেউ কেউ লিখেছেন, ‘বাদ পড়লেন পপি’, কোথাও আবার লেখা হয়েছে, ‘পপির জায়গায় কেয়া’
এ বিষয়ে পপি বলেন, ‘গল্প ও চরিত্রটি আমার মনের মত হয়নি। এছাড়া এতে একাধিক নায়িকা থাকার কারণে ছবিতে অভিনয় করা হয়নি। কিছু সংবাদ মাধ্যমে দেখলাম, বাদ পড়েছেন পপি বা পপির জায়গায় অমুক লিখে সংবাদ প্রকাশ করা হয়েছে। এটা কেন? আমার জায়গায় অমুক কেন হবে বা বাদ কেন হবে? কারো স্থান কি কেউ নিতে পারে। বাদ দেয়া কথাটি একজন শিল্পীর জন্য খুবই দুঃখজনক ও অসম্মানজনক। বিশ্বের কোথাও কি এমনটি হয়?’
নিজের কাজ নিয়ে তিনি বলেন, আজকের এই পপি হতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। আমি চাইলে, প্রতি মাসে একটি করে ছবিতে চুক্তিবদ্ধ হতে পারি। ভালো-মন্দ বুঝে অভিনয় করতে চাই। প্রয়োজনে বছরে একটি ছবিতে কাজ করবো তবুর মানের সঙ্গে আপস করব না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}