হুয়াওয়ে অ্যান্ড্রয়েড সিস্টেম আপটেড করলে ব্যবসা হারাবে গুগল - Slogaan BD

Post Top Ad

Post Top Ad

হুয়াওয়ে অ্যান্ড্রয়েড সিস্টেম আপটেড করলে ব্যবসা হারাবে গুগল

 গেলো ৮ বছর ধরে এ মার্কিন প্রযুক্তি জায়ান্টের সব অ্যাপ ও সেবা পাচ্ছেন চীনা প্রতিষ্ঠানটির ভোক্তারা। সম্প্রতি হুয়াওয়ের সাথে ব্যবসা বন্ধের ঘোষণা দিয়েছে গুগল।হুয়াওয়ে ইউকের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট জেরেমি থম্পসন বলেন, 'চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যযুদ্ধকে কেন্দ্র করেই নিষেধাজ্ঞা দিয়েছে গুগল। হুয়াওয়ের আন্তর্জাতিক বাজারের লাগাম টানতেই এমনটি করা হচ্ছে।'

এতে হুয়াওয়ের হ্যান্ডসেট বিক্রিতে ভাটা পড়তে পারে বলে আশঙ্কা করছেন বাজার বিশ্লেষকরা। তবে ভোক্তাদের জন্য স্মার্টফোনের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে নিজস্ব অ্যাপ স্টোর সংস্কারের ঘোষণা দিয়েছে হুয়াওয়ে।
huawai-sell

লন্ডনে এক হুয়াওয়ের মোবাইল ব্যবহারকারী বলেন, গুগল প্লে স্টোর, ম্যাপস, ইউটিউবের মতো জনপ্রিয় অ্যাপকেই গুরুত্ব দেবো। একই ধরনের সেবা দিতে পারলে হুয়াওয়ের পণ্যই ব্যবহার করবো।

আরেকজন বলেন, প্লে স্টোরের বিকল্প হিসেবে কিছু চালু করতে পারলে অবশ্যই হুয়াওয়ের স্মার্টফোন ব্যবহার করবো। নতুবা বিকল্প চিন্তা করতে হবে।

প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, অ্যাপ স্টোর সংস্কারে গুণগতমান নিশ্চিত করতে পারলে ব্যবসায়িক সফলতা পাবে হুয়াওয়ে। আর তা গুগলের একচেটিয়া ব্যবসার জন্য হুমকি হতে পারে।

হুয়াওয়ে ইউএসএর প্রধান নিরাপত্তা কর্মকর্তা অ্যান্ডি পোর্ডি বলেন, 'বাজার দখলের দিক থেকে গুগল ও হুয়াওয়ে ভালো অবস্থানে আছে। গুগলের নিষেধাজ্ঞার কারণে কিছুটা বাজার হারানোর শঙ্কায় রয়েছে হুয়াওয়ে। তবে তাদের অ্যান্ড্রয়েড সিস্টেম আপটেড করলে সে শঙ্কা থাকবে না। বরং একচেটিয়া ব্যবসা হারাবে গুগল।'

সান ফ্রান্সিসকো স্ট্যাট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের অধ্যাপক আনোসা চৌধুরী বলেন, 'হুয়াওয়ের সাথে ব্যবসা বন্ধের মাধ্যমে বিশ্ব বাজারে বড় অংশীদার হারাবে গুগল। এতে মার্কিন প্রতিষ্ঠানটিরই বেশি ক্ষতি হবে।'

২০১৭ সালে ১৫ কোটি ৩০ লাখের বেশি স্মার্টফোন বিক্রি করে হুয়াওয়ে। পরের বছর যা ২০ কোটি ছাড়িয়ে যায়; এর মাধ্যমে স্মার্টফোনের বাজারে দ্বিতীয় স্থান দখলে নেয় চীনের এ প্রযুক্তি জায়ান্ট।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}