আপনার ব্যক্তিত্ব মিলিয়ে নিন বসার ধরন দেখে - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

আপনার ব্যক্তিত্ব মিলিয়ে নিন বসার ধরন দেখে

 যারা হাঁটু এবং পায়ের পাতা একসঙ্গে করে সোজা হয়ে একটু হেলিয়ে বসেন, তারা জীবনে কাজে বেশি মনোযোগী। স্পষ্টভাষী হওয়ার পাশাপাশি এরা বেশ উচ্চাকাঙ্ক্ষীও হয়ে থাকেন।


হেলান দিয়ে বসা


হেলান দিয়ে বসতে যারা পছন্দ করেন-এই বসার ধরনটি আপাতদৃষ্টিতে কুল মনে হলেও এরা বেশ সংবেদনশীল। এরা অন্যের চরিত্র বিশ্লেষণ করতে ভালোবাসেন এবং সাধারণত উদাসীন থাকেন।


পিঠ সোজা করে বসা


যারা একেবারে পিঠ সোজা করে বসেন, তারা লক্ষ্যের প্রতি খুবই আত্মবিশ্বাসী এবং দৃঢ় সংকল্প হয়। এদের ভরসা করা যায় এবং এরা উপকারী। নিজের স্বাস্থ্য সম্পর্কে খুবই সচেতন এবং ন্যায়পরায়ণাতে বিশ্বাস করেন।


সামনের দিকে ঝুঁকে বসা


এরা কমবেশি সব বিষয়েই উৎসাহ রাখেন। নতুন লোকজনের সঙ্গে মিশতে পছন্দ করেন এবং তাদের মন জয় করতে চান।


দুই পা একসঙ্গে করে বসা


এদের এক কথায় ‘পারফেকশানিস্ট’ বলা যায়। বাইরে থেকে দেখে কড়া মনে হলেও, এরা আসলে সচেতন, দয়ালু ও সুবিবেচনাপূর্ণ।


পায়ের পাতা ক্রস করে বসা


এরা নিয়মানুবর্তিতার মধ্যে থাকতে পছন্দ করেন। যেকোনো বিষয় নিয়ে খুঁটিনাটি তথ্য রাখেন।


পা ক্রস করে বসেন যারা


এই ভঙ্গিতে যারা বসেন তারা নিজেদেরকে অন্যের কাছে খুব একটা আত্মপ্রকাশ করেন না। এদের দেখে যথেষ্ট আত্মবিশ্বাসী মনে হলেও, আসলে এরা ভনিতা করেন।


বুকের কাছে হাত জড়ো করে রাখা অবস্থায় বসা


এরা যথেষ্ট বলিষ্ঠ একটি চরিত্র। এরা চুপচাপ এবং গম্ভীর থাকতে ভালোবাসেন। নিজেকে এক্সপ্রেস করতেও এদের সময় লাগে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}