সালমান শাহকে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তে আপরেত্তি জানিয়েছেন তার মামা আলমগীর কুমকুম। তিনি দাবি করেন, সালমান শাহকে নিয়ে মনগড়া প্রতিবেদন দিয়েছে পিবিআই।
আলমগীর কুমকুম বলেন, ‘এ প্রতিবেদন নিয়ে প্রতিক্রিয়া দেওয়ার মতো অবস্থা নেই। আমার প্রশ্ন হলো সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষী তার মামি শাশুড়ি রুবি সুলতানা। তাকে যখন সিআইডিতে তলব করে, তার কোনো প্রশ্নের উত্তর নেওয়া হয়নি। তার উত্তরগুলো দিয়ে দিচ্ছিলেন সামিরার বাবা শফিকুল হক হীরা। রুবি সুলতানা এখন আমেরিকায়। পিবিআই কি তার সাক্ষ্য ছাড়াই তদন্ত প্রকাশ করতে পারে?’
তিনি আরো বলেন, ‘এ তদন্তে অনেক ভুল আছে। তদন্তকারী দলের গাফিলতি আছে। যার কারণেই তারা তাদের মনগড়া প্রতিবেদন দিয়ে বলছে, সালমান শাহ নাকি আত্মহত্যা করেছে। এখন হত্যার ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য আত্মহত্যা বলা হচ্ছে। ন্যায়বিচারের জন্য আমরা উচ্চ আদালতে যাবো।’

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন