রাজধানীতে ব্যাচেলরদের জন্য ‘সুপার হোম বিডি’ - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

রাজধানীতে ব্যাচেলরদের জন্য ‘সুপার হোম বিডি’

ঢাকায় পড়াশোনা অথবা চাকরির জন্য আসা ব্যাচেলরদের দুর্বিষহ জীবন থেকে রক্ষা করতে নিওয়েজ ইন্টারন্যাশনাল কোম্পানি নিয়ে এসেছে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিকমানের আবাসন সুপার হোম বিডি। নানা কারণে বাসা ভাড়া পাওয়া থেকে শুরু করে খাওয়া-দাওয়ার অসুবিধায় পড়তে হয় রাজধানী ঢাকা শহরের ব্যাচেলরদের। 


‘সুপার হোম বিডি’ তৈরি হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। এর তত্ত্বাবধানে আছেন নিওয়েজ ইন্টারন্যাশনাল কোম্পানীর ব্যাবস্থাপনা পরিচালক মিঃ ঝাং লি গুয়াং ও সি.ও.ও মিঃ ঝাং ঝিমিন ।

সেখানে থাকছে ছাত্র-ছাত্রী ও চাকুরিজীবী ব্যাচেলরদের জন্য শীততাপ নিয়ন্ত্রিত শোবার ঘর, মাল্টিফাংশনাল বেড।


তিনবেলা স্বাস্থ্যসম্মত গরম খাবার, জিমনেশিয়াম, ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এর জন্য জেনারেটর, ফোর-স্টার মানের লবিসহ সর্বমোট ৩০টিরও অধিক সুবিধা।

প্রতিষ্ঠানটি ছেলেদের জন্য উত্তরা, বারিধারা, মধ্যবাড্ডা, মিরপুর ও শাহবাগে পাঁচটি শাখা এবং মেয়েদের জন্য মিরপুরে একটি শাখা চালু রয়েছে।

স্ট্যান্ডার্ড ক্লাস ৬ হাজার ৯৯৯ টাকা, বিজনেস ক্লাস ৭ হাজার ৯৯৯ টাকায় এবং ফার্ষ্ট ক্লাস ৮ হাজার ৯৯৯ টাকায় ব্যাচেলররা থাকার সুযোগ পাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}