গায়ে নতুন পোশাকে মিথিলা - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

গায়ে নতুন পোশাকে মিথিলা

অভিনয় আর মডেলিংয়ের পাশাপাশি উপস্থাপনাও করছেন সমানতালে তিনি জনপ্রিয় অভিনেত্রী ও মডেল রাফিয়াথ রশিদ মিথিলা। 

সম্প্রতি বিয়ে করেছেন এই অভিনেত্রী। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে। বিয়ের পরেই হানিমুন এবং মিথিলার পড়াশোনার জন্য সুইজারল্যান্ড যান নব দম্পত্তি। সেখানকার পর্ব শেষে আবার ফিরে গিয়েছেন যে যার কর্মক্ষেত্রে।

শনিবার নিজের ফেসবুকে বেশ কয়েকটি ছবি আপলোড করেন মিথিলা। ‘আডরিয়ানা এক্সক্লুসিভ’ নামের একটি বুটিক’স শপের শাড়ি পরেই ছবিগুলো আপলোড করেছেন তিনি। ছবিতে অফসোল্ডার ব্লাউজ পরে হট লুকে পোজ দিয়েছেন অভিনেত্রী।

মিথিলার সেই ছবিগুলো আপলোড দিতেই লাইক পরতে শুরু করে। আর সেই ছবিগুলোতে সবাই মিথিলার নতুন সাজের প্রশংসা করে। এছাড়া সামালোচনা করতেও ছাড়েনি অনেকে। তবে যে যাই বলুক না কেন অভিনেত্রী নিজের মতো করেই দিন পার করছেন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}