এই কঠিন শীতেই ‘অপারেশন সুন্দরবন’ - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

এই কঠিন শীতেই ‘অপারেশন সুন্দরবন’

দেশজুড়ে চলছে তীব্র শৈত্যপ্রবাহ। এর মাঝেই শুরু হচ্ছে নির্মাতা দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ ছবির শুটিং। সাতক্ষীরা জেলার বুড়িগোয়ালিনি নামক এলাকায় আগামীকাল থেকে শুরু হচ্ছে এর শুটিং। চলবে আগামী বছর ৫ জানুয়ারি পর্যন্ত। বিষয়টি নিশ্চিত করেছেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত এই নির্মাতা।


তীব্র শীতের মধ্যে ঢাকার বাইরে শুটিং, বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে কি-না? প্রশ্নের জবাবে এই নির্মাতা বলেন, ‘আমি চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে বেশি পছন্দ করি। আমার ক্যামেরার ফ্রেমে শীত, ঘন কুয়াশার একটি পার্ট আছে। আর এর জন্যই শীতে ছবির শুটিং শুরুর পরিকল্পনা করেছি। তাছাড়া এই সময়টা সুন্দরবনের পরিবেশটাও থাকে অন্যরকম। আশা করি, চ্যালেঞ্জ নিয়ে খুব সুন্দর কিছু দৃশ্য ক্যামেরার ফ্রেমে তুলে আনতে পারবো।’

বাংলাদেশের প্রথম ওয়াইল্ড লাইফ অ্যাকশন থ্রিলার ছবি ‘অপারেশন সুন্দরবন’। র‌্যাব ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায় ছবিটি প্রযোজনা করবে থ্রি হুইলারস লিমিটেড। এতে র‍্যাব কর্মকর্তার ভূমিকায় অভিনয় করবেন রিয়াজ, রোশান ও সিয়াম। এরই মধ্যে গাজীপুর র‍্যাব প্রশিক্ষণ কেন্দ্রে তিনদিন প্রশিক্ষণ নিয়েছেন তারা। নির্মাতা দীপংকর দীপন জানান, ‘অপারেশন সুন্দরবন’ ছবিটি মুক্তির সম্ভাব্য তারিখ ২০২০ সালের ঈদুল আজহা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}