টিসিবির পিয়াজ এখন ৩৫ টাকায় - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

টিসিবির পিয়াজ এখন ৩৫ টাকায়


খুচরা বাজারে পিয়াজের দাম কমতে শুরু করেছে। তাই সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এখন ৪৫ টাকার পরিবর্তে ৩৫ টাকা দরে পিয়াজ বিক্রি করছে।


 আজ থেকে কেজিপ্রতি ১০ টাকা কমিয়ে ৩৫ টাকা দরে পিয়াজ বিক্রি করবে বলে জানায় টিসিবি।

বাজার পরিস্থিতি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়ে টিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাজারে পিয়াজের দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় সরকার টিসিবির মাধ্যমে বিক্রি শুরু করে। এখন পিয়াজের দাম অনেকটা কমে এসেছে। বিদেশি বড় পিয়াজ মিলছে প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকায়। এই পিয়াজই কিছুদিন আগে কেজিপ্রতি ১৮০ টাকার বেশি ছিল। আর দেশি পিয়াজ বিক্রি হচ্ছিল কেজিপ্রতি ২৫০ টাকার বেশি দামে। বাজারে দাম কমায় কয়েক দিন ধরে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকের সামনে ক্রেতাদের ভিড় কমে গেছে।

টিসিবির তথ্য কর্মকর্তা হুমায়ুন কবির মানবজমিনকে জানান, ঢাকায় এখন ৫০টি ট্রাকে পিয়াজ বিক্রি করছে টিসিবি। আর বিভাগীয় শহরগুলোতে ৫ থেকে ১০টি করে এবং জেলা শহরে এক থেকে দুটি ট্রাকে করে টিসিবির পিয়াজ বিক্রি করা হচ্ছে।


পিয়াজের দাম স্বাভাবিক পর্যায়ে না আসা পর্যন্ত টিসিবি পিয়াজ বিক্রি করবে বলে জানান তিনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}