মুখে কি বডি লোশন মাখছেন? - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

মুখে কি বডি লোশন মাখছেন?

শীতের শুরু ও শেষ এই ‍দুটো সময়ে ত্বকে শুষ্কতা দেখা দেয়। তাই ত্বককে ময়েশ্চারাইজ করার প্রয়োজন হয়ে পড়ে। সে জন্য অনেকেই বডি লোশন ব্যবহার করে থাকেন। হাতে, পায়ে ব্যবহারের সঙ্গে সঙ্গে মুখের ত্বকেও মেখে নেন বডি লোশন। কিন্তু ডার্মাটোলজিস্ট বা ত্বক বিশেষজ্ঞদের মতে, মুখে বডি লোশন ব্যবহার করলে ত্বকের উপকারের তুলনায় ক্ষতির আশঙ্কাই বেশি। 


শুধু বডি লোশনই নয়, এমন অনেক কিছুই আছে যা মুখের ত্বকের জন্য ক্ষতিকর। চলুন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক মুখের জন্য ক্ষতিকর প্রসাধনীগুলো...

স্ক্রাবার হিসেবে অনেকেই বেকিং সোডা ব্যবহার করে থাকেন। এতে ত্বকের পিএইচ ব্যালেন্স নষ্ট হয়ে যায়।

খেয়াল রাখবেন, শ্যাম্পু করার সময় ফেনা বা শ্যাম্পু যেন মুখের ত্বকে না লাগে। কারণ, শ্যাম্পু বা শ্যাম্পুর ফেনা মুখের ত্বকে লাগলে ত্বক রুক্ষ আর শুষ্ক হয়ে যেতে পারে। ত্বকে র‌্যাশ পর্যন্ত দেখা দিতে পারে।

চুলে রং করার সময় খেয়াল রাখবেন, ওই রং যেন মুখের ত্বকে লেগে না যায়। কারণ এই রঙের মধ্যে থাকা ক্ষতিকর রাসায়নিক ত্বকের ক্ষতি করতে পারে।

চুলের যত্ন নিতে অনেকেই মেয়োনিজ ব্যবহার করেন। এই মেয়োনিজ চুলের যত্নে অত্যন্ত কার্যকরী একটি উপাদান হলেও মেয়োনিজে থাকা অ্যাসিড ত্বকের জন্য মোটেও ভালো নয়।

ত্বক-বিশেষজ্ঞদের মতে, বডি লোশন মুখে মাখার লোশনের তুলনায় অনেক ভারী হয়। এতে ব্রণ, ফুসকুড়ির সমস্যা দেখা দিতে পারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}