নতুন নীতিমালায় ইউটিউব অ্যাকাউন্ট বন্ধ হবে - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

নতুন নীতিমালায় ইউটিউব অ্যাকাউন্ট বন্ধ হবে


চ্যানেল নিয়ন্ত্রণে নতুন ‘টার্মস অব সার্ভিস’ চালু করছে ইউটিউব। নতুন এ নীতিমালায় বলা হয়েছে, বাণিজ্যিকভাবে টেকসই না হলে বন্ধ করে দেওয়া হবে ইউটিউব অ্যাকাউন্ট। অর্থাৎ ভিডিও থেকে বিজ্ঞাপনের মাধ্যমে আয় না হলে বা অ্যাকাউন্টধারী ব্যক্তিরা ইউটিউবের আয় বৃদ্ধিতে ভূমিকা না রাখলে তাদের অ্যাকাউন্ট বাতিল করবে ইউটিউব কর্তৃপক্ষ। ইউটিউবের নতুন নীতিমালা কনটেন্ট নির্মাতাদের চিন্তায় ফেলেছে।


সব কিছু ঠিক থাকলে ১০ ডিসেম্বর থেকে এ নীতিমালা বাস্তবায়ন করা হতে পারে। গত সপ্তাহ থেকে ইউটিউব ব্যবহারকারীদের কাছে নতুন নীতিমালা বিষয়ে নোটিফিকেশন দেখাতে শুরু করে। ইউটিউব তাদের নতুন নীতিমালা ও স্বচ্ছ ও সহজবোধ্য করেছে বলে একটি মেইলও পাঠিয়েছে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নীতিমালার অ্যাকাউন্ট বন্ধের শর্তটি ইউটিউবার ও ব্যবহারকারীদের কাছে স্পষ্ট নয়। শুধু কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নাকি সব ইউটিউব অ্যাকাউন্টধারীদের জন্যও এই নিয়ম প্রযোজ্য হবে, সে সম্পর্কে তাঁরা এখনো নিশ্চিত নয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}