‘রিকশা গার্ল’ এর প্রথম অফিসিয়াল পোস্টার প্রকাশ - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

‘রিকশা গার্ল’ এর প্রথম অফিসিয়াল পোস্টার প্রকাশ

রঙিন ক্যানভাসে বাংলার দুরন্ত এক কিশোরীর মুখ ভেসে উঠলো। শ্যাম বর্ণের সেই চোখে-মুখে যেন না বলা অনেক গল্প। মায়াবী মুখটায় ভেসে আছে এক রিকশা কন্যার উপাখ্যান। প্রকাশ্যে এলো নির্মাতা অমিতাভ রেজার দ্বিতীয় চলচ্চিত্র ‘রিকশা গার্ল’ চলচ্চিত্রের প্রথম পোস্টার।

‘আয়নাবাজি’র পর নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী দর্শকদের উপহার দিতে চলেছেন ‘রিকশা গার্ল’। গত চার মাস ধরে পাবনা, গাজীপুরসহ ঢাকার বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং হয়েছে। গাজীপুরের বঙ্গবন্ধু ফিল্ম সিটিতে শতাধিক বস্তিঘরের সেট তৈরি করে ব্যাপক আয়োজন নিয়ে সিনেমাটির শুটিং করা হয়।

ভারতীয় লেখিকা মিতালী পার্কিন্সের বেস্টসেলার বই ‘রিকশা গার্ল’ অবলম্বন করে সিনেমাটি নির্মিত হয়েছে। রোববার প্রকাশ পেয়েছে ‘রিকশা গার্ল’ সিনেমার প্রথম অফিসিয়াল পোস্টার। 

সিনেমাটি প্রযোজনা করেছেন এরিক জেমস্ এডামস। যৌথভাবে নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন ফরিদুর রেজা সাগর এবং জিয়াউদ্দিন আদিল। চিত্রনাট্য করেছেন নাসিফ ফারুক আমিন এবং শর্বরী জোহরা আহমেদ।

এই রিকশাকন্যা নাইমার চরিত্রে অভিনয় করছেন নভেরা রহমান। সিনেমাটিতে রিকশাচালক পিতার বড় মেয়ে দুরন্ত কিশোরী নাইমা। মফস্বলে বেড়ে ওঠা স্বাধীনচেতা নাইমার জীবন তার রং তুলির মতই বর্ণিল। জীবনে নতুন নতুন বাঁকে নতুন নতুন সব অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে সাহসী পথচলা।

সিনেমার পোস্টার প্রকাশ সম্পর্কে অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘চলচ্চিত্রটি আমরা এমনভাবে নির্মাণের চেষ্টা করেছি, যেন আন্তর্জাতিক অঙ্গনে এই প্রযোজনা বাংলাদেশের নামকে উজ্জ্বল করে। পোস্টার উন্মোচন হলো আজ। স্বাধীনচেতা এক নির্ভীক দুরন্ত মেয়ের মুখাবয়বই এঁকেছি এই পোস্টারে। চলচ্চিত্রেও থাকবে এমন একটি চরিত্রের অজানা পথে সাহসী পথচলার গল্প।’

অমিতাভ জানান, আসছে বছরে (২০২০) ছবিটি দেশে ও আন্তর্জাতিকভাবে মুক্তির প্রস্তুতি চলছে।

ছবিটিতে নাইমা রহমান ছাড়াও অভিনয় করেছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, নাসির উদ্দিন খান, অ্যালেন শুভ্র, রূপকথা, অশোক বেপারী প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}