উবার গাড়ি মিলবে না যাত্রীর রেটিং কম থাকলে - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

উবার গাড়ি মিলবে না যাত্রীর রেটিং কম থাকলে

রাইডশেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠান উবার তাদের কমিউনিটি গাইডলাইন সংস্কার করে নতুন নিয়ম সংযোজন করা হয়। চালকদের পাশাপাশি যাত্রীদের জন্যও একটি নির্দিষ্ট রেটিংয়ে থাকার বাধ্যবাধকতা চালু করল উবার বাংলাদেশ। উবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কোনো যাত্রীর রেটিং সর্বনিম্ন পর্যায়ে পৌঁছালে তার রেটিং পয়েন্ট বৃদ্ধি করার জন্য কয়েকবার নোটিফিকেশন পাঠানো হবে। এর পরেও যাদের রেটিং কম থাকবে, তারা উবার অ্যাপে তাদের প্রবেশাধিকার হারাবেন। অর্থাৎ তারা উবারের গাড়ি পাবেন না। চালকদের একটি নির্দিষ্ট রেটিংয়ে থাকার দায়বদ্ধতা আগে থেকেই ছিল। তারা এখন যাত্রীদের জন্যও একই ব্যবস্থা চালু করেছে।

 উবার আরও জানায়, তারা যা কিছুই করছেন তা মূলত নিরাপত্তার স্বার্থে। উবার বর্তমানে চালক ও যাত্রী উভয়ের ক্ষেত্রেই রেটিং এবং প্রতিটি যাত্রার পরে উবার অ্যাপে প্রতিক্রিয়া দেওয়ার ব্যবস্থা রেখেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}