ইস্পাহানে অনন্ত জলিলের ‘দিন দ্যা ডে’র ইউনিট - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

ইস্পাহানে অনন্ত জলিলের ‘দিন দ্যা ডে’র ইউনিট

অবশেষে শুটিং শুরু হয়েছে বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘দিন দ্যা ডে’র। বৃহস্পতিবার ইরানের ইস্পাহান থেকে শুরু হয় ছবিটির কাজ। এরআগে ছবিটি নিয়ে ১০ মাস আগে প্রি-প্রডাকশনের কাজ শুরু হয়।

ইরানি নির্মাতা মোর্তেজা আতাশ জমজমের উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুমিত আল রশিদ তার ফেসবুকে একটি পোস্ট দিয়ে শুটিংয়ের বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি লিখেন, “ইরান থেকে চলে যাওয়ার একেবারে শেষ মুহুর্তে শুরু হল ইরান-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবি ‘দিন দ্যা ডে’র শুটিং। অর্ধ পৃথিবী খ্যাত ইরানের ইসফাহান নগরী থেকে শুরু হল শুটিং। দীর্ঘ দশমাসের অক্লান্ত পরিশ্রম করার পর অবশেষে কাজটি শুরু হল। আশা করছি ইরানের সঙ্গে যৌথ সিনেমা তৈরির দারুণ এক ক্ষেত্র করতে সক্ষম হলাম। ”

গত প্রায় এক যুগ ধরে লেবাননের চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত এই নির্মাতা ‘দিন দ্য ডে’ চলচ্চিত্রের ইরান অংশের নির্মাণ করবেন। আর বাংলাদেশ অংশের পরিচালনায় থাকবেন অনন্ত জলিল।

বাংলাদেশে মোর্তেজা আতাশজমজমের উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুমিত আল রশিদ জানান, বাংলাদেশের পাশাপাশি ইরান ও লেবাননের শিল্পীরা এ চলচ্চিত্রে অভিনয় করবেন।

অনন্ত জলিল পরিচালনার পাশাপাশি এ সিনেমায় অভিনয়ও করবেন। সঙ্গে থাকবেন বর্ষা, সুমন ফারুকসহ আরো অনেকে। এ সিনেমার চিত্রনাট্য লিখেছেন ছটকু আহমেদ।

জানা গেছে, চলচ্চিত্রটির বড় একটি অংশের শুটিং হবে ইরানে। ইরানে শুটিংয়ের সকল খরচ ও ইরানের শিল্পীদের খরচ সে দেশের প্রযোজক বহন করবেন। আর বাংলাদেশ অংশের খরচ এ দেশের প্রযোজক বহন করবেন।

ইরানের ইস্পাহান, সিরাজ ও লেবাননের বৈরুতে এ সিনেমার দৃশ্যধারণ হবে। পাশাপাশি আইএস জঙ্গিদের হাতে ধ্বংসপ্রাপ্ত সিরিয়ার বিভিন্ন শহর, আলেপ্পো নগরী, হাম্মাম নগরীরও উঠে আসবে এ চলচ্চিত্রে।

:ajkalerkhabar:

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}