যেভাবে ‘@হাইলাইটস’ নোটিফিকেশন বন্ধ করবেন - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

যেভাবে ‘@হাইলাইটস’ নোটিফিকেশন বন্ধ করবেন

facebook, highlights, fb highlights off

 ফেসবুকে সম্প্রতি বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে হাইলাইটস অপশন। 

ফেসবুক পোস্টের কমেন্ট সেকশনে ‌‘highlights’ লিখে কমেন্ট করলেই নোটিফিকেশন চলে যাচ্ছে বন্ধু তালিকায় থাকা সবার কাছে। পোস্টের প্রতি সবার মনোযোগ আকর্ষণের এই সুযোগ কাজে লাগাচ্ছে অনেকেই।

অধিকাংশ ফেসবুক ইউজারই অনেক বেশি নোটিফিকেশন আসায় বিরক্ত হচ্ছেন। আর রিরক্ত হয়ে খুঁজছেন এই নোটিফিকেশন বন্ধের উপায়। খুব সহজেই মুক্তি পেতে পারেন হাইলাইটসের নোটিফিকেশন থেকে।

হাইলাইটসের নোটিফিকেশন বন্ধ করতে যা করবেন

প্রথমে ফেসবুকের Settings and privacy অপশনে যান। সেখান থেকে Settings>Notifications>Tags -এ গিয়ে Batch mentions অফ করে দিন। ব্যাস, কয়েকটি ক্লিকেই কাজ শেষ। আর আসবে না হাইলাইটসের নোটিফিকেশন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}