কর্মীদের বাসায় বসে কাজ করার নির্দেশ দিল টুইটার - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

কর্মীদের বাসায় বসে কাজ করার নির্দেশ দিল টুইটার

করোনাভাইরাসের বিস্তার রোধে সহায়তা করার জন্য কর্মীদের বাসায় বসে কাজ করার নির্দেশ দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার। এক ব্লগ পোস্টে এই সোশ্যাল মিডিয়া জায়ান্ট জানায়, হংকং, জাপান ও দক্ষিণ কোরিয়ায় তাদের কর্মচারীদের দূরে অবস্থান করেই কাজ করা বাধ্যতামূলক।

কোম্পানিটি বলেছে, বিশ্বজুড়ে টুইটারের পাঁচ হাজার কর্মীকে কাজে না আসতে জোরালোভাবে উৎসাহিত করা হচ্ছে। আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, ‘টুইটার কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিচ্ছে। এটি আমাদের জন্য একটি বড় পরিবর্তন।’
এর আগে করোনাভাইরাসের আতঙ্কে ব্যবসায়িক ভ্রমণ ও সব ইভেন্ট বাতিল করে টুইটার। চলতি মাসে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে টুইটারের মিডিয়া সম্মেলন হওয়ার কথা ছিল। সেটি বাতিল করা হয়েছে।
টুইটারের মানবসম্পদ বিভাগের প্রধান জেনিফার ক্রিস্টি বলেন, ‘আমাদের লক্ষ্য বিশ্বজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা যতটুকু সম্ভব হ্রাস করা।’
গত নভেম্বরে টুইটারের প্রধান নির্বাহী জ্যাক ডরসি জানান, ২০২০ সালে অন্তত ছয় মাসের জন্য আফ্রিকায় বসবাস করবেন তিনি। তবে এখন করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় এই পরিকল্পনার কোনো পরিবর্তন হবে কি না, তা জানানো হয়নি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}