কাপড়ে দাগ লেগে গেল? তুলতে কী করবেন? - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

কাপড়ে দাগ লেগে গেল? তুলতে কী করবেন?

চা বা কফি খেতে গেলে হঠাৎ কাপড়ে দাগ লাগতেই পারে। এই দাগ খুব জটিল হয়। যা অনেক ঘষার পরেও উঠতে চায় না। আবার কালির দাগ ও চুইংগামের দাগও উঠতে চায় না।


তাই কাপড়ে দাগ পড়লেই চিন্তায় পড়ে যান আপনি। তবে এই কাপড়ে দাগ তোলার রয়েছে ঘরোয়া উপায়-

আসুন জেনে নেই কাপড়ের দাগ তোলার ঘরোয়া উপায়-

১. কাপড়ে কলমের কালির দাগ লাগলে তরল দুধে ভিজিয়ে রাখুন। ৩০ মিনিট পর ব্রাশ দিয়ে ঘষে উঠিয়ে ফেলুন।

২. তেলের দাগ কাপড়ে পড়লে দাগযুক্ত অংশে লবঙ্গ ছিটিয়ে কিছুক্ষণ রেখে দিন পরিষ্কার করার আগে। দূর হবে দাগ।

৩. নেইল পলিশের দাগ লাগলে কাপড়ের সামনের অংশে একটি পেপার ন্যাপকিন চেপে ধরুন। তুলা রিমুভারে ভিজিয়ে পেছনের অংশে ঘষুন। পেপার ন্যাপকিনে উঠে আসবে দাগ।

৪. শার্টের কলার থেকে কালচে দাগ দূর করলে শ্যাম্পু ঘষে নিন। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।

৫. কাপড়ে চায়ের দাগ লাগলে ঠাণ্ডা পানিতে ভেজান। এরপর ডিটারজেন্ট ঘষে রেখে দিন আধা ঘণ্টা। পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নিন।

৬. কাপড়ে চুইংগাম লেগে গেলে এক টুকরো বরফ ঘষুন উপরে। এরপর ধীরে ধীরে উঠিয়ে নিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}