২০ মার্চ থেকে বদলে যাচ্ছে ফেসবুক - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

২০ মার্চ থেকে বদলে যাচ্ছে ফেসবুক

বদলে যাচ্ছে ফেসবুক। ফেসবুক কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল পেজেএ তথ্য দিয়েছে । খুব দ্রুত নতুন চেহারায় ফেসবুক দেখা যাবে। ফেসবুক ম্যাসেঞ্জার নতুন আপডেট হচ্ছে। এই অ্যাপ্লিকেশনটি ব্যবহারকারীদের ভালো অভিজ্ঞতা দেওয়ার জন্য চ্যাটবটগুলো বিচ্ছিন্ন করে দেবে। এছাড়া বন্ধুত্বের লিমিটেশন ৫০০০ হাজারের বেশি আন লিমিটেড করে দেয়া হবে।
ফেসবুকে স্টোরি ট্যাবের পাশে একটি ট্যাব থাকবে যা অনলাইনে থাকা বন্ধুদের নাম দেখাবে।
বর্তমানে মেসেঞ্জারে তিনটি বিভাগ থাকে। চ্যাট, পিপল এবং ডিস্কভার। চ্যাটে কার কার সঙ্গে কথা হয়েছে তা দেখা যায়। আগামী অপশন থাকবে কাউকে ব্লক না করে দেখার।
সাম্প্রতিক প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, নতুন পদক্ষেপের ফলে মানুষ আরও বেশি সময় ফেসবুকে কাটাতে চাইবেন। এছাড়াও ফেসবুক থেকে পাওয়া সুবিধা নিতে চাইবেন।
ফেসবুকের সফটওয়্যার প্রকৌশলী জিম ক্যাসল বলেন, নতুন ডিজাইনটি শিগগিরই চালু হবে। এই পরিবর্তন যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর ফলে মানুষ ফেসবুকে আরও আগ্রহী হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}