মুক্তি পেল 'পরাণ' ছবির টিজার - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

মুক্তি পেল 'পরাণ' ছবির টিজার

তরুণ নির্মাতা রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ সিনেমার টিজার প্রকাশিত হয়েছে। লাইভ টেকনোলজিস প্রযোজিত ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ এবং ইয়াশ রোহান। চিত্রনাট্য করেছেন শাহ্জাহান সৌরভ ও রায়হান রাফি। সঙ্গীত পরিচালক নাভেদ পারভেজ ও ইমন চৌধুরী।

‘পরাণ’ দিয়ে আবারও রোমান্টিক ধারায় ফিরছেন রায়হান রাফি। পোড়ামন-২ এর পর এবার ‘পরাণ’ নামে আরেকটি রোমান্টিক ছবি নির্মাণ করছেন এই তরুণ নির্মাতা। এটি রাফি পরিচালিত তৃতীয় ছবি। ছবিটির চিত্রগ্রাহক ছিলেন মিছিল সাহা।

এ প্রসঙ্গে নির্মাতা রাফি জানান, ছবির শুটিং শেষ। ময়মনসিংহে টানা ৩১ দিন শুটিং করে ক্যামেরা ক্লোজ করা হয়েছে। বর্তমানে পোস্টের কাজ চলছে। তিনি আরও বলেন, ‘এটি আমার সেরা মুভি হবে ইনশাআল্লাহ'।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}