৫০তম পর্ব অতিক্রম করলো তুর্কি ধারাবাহিক ‘জননী জন্মভূমি‘ - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

৫০তম পর্ব অতিক্রম করলো তুর্কি ধারাবাহিক ‘জননী জন্মভূমি‘

গতকাল হয়ে গেল তুর্কি ধারাবাহিক ‘জননী জন্মভূমি’র ৫০ তম পর্ব। জনপ্রিয় হয়ে ওঠা ধারাবাহিকটির এই পর্বে দেখা যায় ইলদিযের মত না থাকলেও গোপনে মুস্তফা সামির সাথে ইলদিযের বিয়ে হয়, অন্যদিকে মুস্তফা সামির পিছু নিয়েছে চতুর গ্রিক ব্রিগডিয়ার স্টাভরোস! তুর্কি জাতীয়তাবাদে বিশ্বাসী এই চিকিৎসক গ্রিকদের হাত থেকে বাঁচতে পারেনি ইলদিজের অসতর্কতায়। জেভদেত গোপন অস্ত্রগুলোর সন্ধান পেয়ে সেগুলো উদ্ধার করে এশরেফ পাশার হাতে তুলে দিতে চায়। কিন্তু গোপনে আরেক দল তুর্কি অস্ত্রগুলো হাতিয়ে নেয়ার চেষ্টা চালিয়ে যেতে থাকে! 


ওরা কারা? এশরেফ পাশা আর মুস্তফা কামাল পাশার উদ্দেশ্য এক হওয়া স্বত্ত্বেও এশরেফ পাশা কেন কামাল পাশার সাথে হাত মেলাতে চাইছে না ? ইস্তাম্বুল থেকে কামাল পাশার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে , একথা জানার পর সাধারণ তুর্কি জনগণ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একদল সুলতানের পক্ষে, আরেকদল কামাল পাশার পক্ষে।পাশা এবার তাহলে কোন কৌশল বেছে নেবেন? মৃত্যুর হাত থেকে বেঁচে গেছে এফতালিয়া, এবার কি তাহলে তেভফিকের সব গোপন কথা ফাঁস হতে যাচ্ছে? দেখতে চোখ রাখুন দীপ্ত টিভির পর্দায়।

‘জননী জন্মভূমি‘ ধারাবাহিকে কণ্ঠাভিনয় করেছেন- দীপক সুমন (জেভদেত), রুবাইয়া মতিন গীতি (আজিযে), স্ঈাদ সুমন (তেভফিক), অশোক কুমার বসাক (এশরেফ পাশা), নাহিদ আখতার ইমু (হিলাল), মশিউর রহমান দিপু (লিয়ন), তানিয়া পাটোয়ারী (ইলদিয), খায়রুল আলম হিমু (আলি কেমাল), রাজু আহমেদ (ভাসিলি), জয়িতা মহলানবীশ (হাসিবে), মেরিনা মিতু (ভেরোনিকা) আরো অনেকে। বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন দীপ্ত টিভিতে প্রচারিত হচ্ছে শনি থেকে শুক্র প্রতিদিন রাত ৯টা ৩০ মিনিটে।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}