অদক্ষ ও ইংরেজি না জানাদের জন্য কঠিন হয়ে গেল যুক্তরাজ্য যাওয়া - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

অদক্ষ ও ইংরেজি না জানাদের জন্য কঠিন হয়ে গেল যুক্তরাজ্য যাওয়া

সাম্প্রতিক সময়ে ব্রিটেনে কাজের জন্য ভিসা অনেক কঠিন হবে। বলতে গেলে, অদক্ষ ও ইংরেজি না জানা অভিবাসন প্রত্যাশীদের জন্য ব্রিটেনের দরজা একেবারে বন্ধ হয়ে যাবে। এতে করে বিভিন্ন কলকারখানা, হোটেল, রেস্টূরেন্টে সস্তা শ্রমিক পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। যেখানে ইউরোপীয় ইউনিয়নে থাকাকালে ব্রিটেনে এ ধরনের কর্মীদের অভিবাসন ও কাজ পাওয়া বেশ সহজই ছিল। 

এ সিদ্ধান্তের সপক্ষে সরকার বলছে, ব্রিটিশ সীমান্তের পূর্ণনিয়ন্ত্রণ নেয়ার এটিই সুবর্ণ সুযোগ। ইউরোপীয় ইউনিয়নের স্বাধীন চলাচলের সংস্কৃতির কারণে যে বিচ্যুতিগুলো ঘটেছে সেগুলো সারিয়ে নেয়ার সুযোগ এটি।

তবে বিভিন্ন খাতের ব্যবসায়ীরা সরকারের এ সিদ্ধান্তের কড়া সমলোচনা করেছেন। তারা বলছেন, অর্থনীতিতে এর ফল হবে বিপর্যয়কর। বহু মানুষ কাজ হারাবে, অনেক শিল্পকারখানা বন্ধ হয়ে যাবে। উদ্যোক্তাদের পথে বসতে হবে। লেবার পার্টি এবং লিবারেল ডেমোক্র্যাটরাও এ পদক্ষের সমালোচনা করছেন।

ব্রিটেন সরকারের ওয়েবসাইটে প্রকাশিত ১০ পৃষ্ঠার নতুন অভিবাসন নীতির সংক্ষিপ্ত বিবরণ:

১. অদক্ষ শ্রমিকদের জন্য যুক্তরাজ্যের সীমান্ত বন্ধ হবে। সব অভিবাসীকে অবশ্যই ইংরেজীতে কথা বলতে পারতে হবে

২. যুক্তরাজ্যে কেউ আসতে চাইলে তাকে অবশ্যই কমপক্ষে ২৫ হাজার ৬০০ পাউন্ড বেতনের একটি চাকরির অফার নিয়ে আসতে হবে। তবে নার্স বা এরকম কিছু চাকরির ক্ষেত্রে বিশেষ বিবেচনায় ন্যূনতম বেতন ২০ হাজার ৪৮০ পাউন্ড এবং দক্ষতার ক্ষেত্রেও কিছুটা ছাড় দেয়া হতে পারে

৩. তথাকথিত আত্মনির্ভরশীল কোনো লোককে যুক্তরাজ্যে আসার অনুমতি দেয়া হবে না। যেমন: পোলিশ ছুতার মিস্ত্রি বা রোমানিয়ান ঘরামি (ঘর নির্মাণ কারিগর) এরা চাকরি ঠিক না করে আসতে পারবে না

৪. সীমান্তে ফ্রান্স, ইতালি এরকম দেশ থেকে আগমন প্রত্যাশীদের আর শুধু আইডি কার্ড গ্রহণ করা হবে না। ইউরোপীয় ইউনিয়নের বাইরের কেউ যাতে জাল বা চুরি করা আইডি ব্যবহার করে ব্রিটেনে ঢুকতে না পারে সে জন্যই এ ব্যবস্থা

৫. এ-লেভেল বা সমমানের যোগ্যতা থাকলে সেসব বিদেশীর ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতার সীমা শিথিল করা হবে। দক্ষ কর্মী নেয়ার সর্বোচ্চ সীমাও কমিয়ে আনা হবে। উচ্চমানের দক্ষতা সম্পন্ন কিছু লোককে চাকরির অফার ছাড়াই অভিবাসনের সুযোগ দেয়া হবে

৬. শিল্পী, চিত্তবিনোদনদানকারী, খেলোয়াড় এবং মিউজিশিয়ানরা পারফরমেন্স, প্রতিযোগিতা এবং অডিশনে অংশ নেয়ার জন্য আগের নিয়মেই আসতে পারবেন

আগামী বছরের জানুয়ারি থেকে এসব বিধান কার্যকর হবে। এর আগেই ব্যবসায়ীদের প্রস্তুত করতে সরকার ব্যাপকভিত্তিক প্রচার প্রচারণার উদ্যোগ নিয়েছে। তবে ব্যবসায়ী ও  উদ্যোক্তারা বিষয়টি মেনে নিতে পারছেন না। বিশেষ করে হোটেল রেস্টূরেন্টের ওয়েটার, কৃষি, মৎস্য খামারের মতো কম দক্ষ কর্মী পেতে খুব সমস্যা হবে বলে মনে করছেন তারা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}