১৯৯৯ সালে অজয়কে বিয়ে করেছিলেন কাজল, কিন্তু এতদিন পরেও সেই বিয়ের দিনের ঘটনাগুলোকে যেন নিজের চোখের সামনে ভাসতে দেখেন অভিনেত্রী।কাজল এবং অজয় দেবগণের প্রেমের গল্প কোনও রূপকথার গল্পের চেয়ে কম সুন্দর নয়। সোশ্যাল মিডিয়ায় সাম্প্রতিক একটি পোস্টে কাজল তার স্বামী এবং এক সময়ের প্রেমিক অজয় দেবগণের সঙ্গে ডেটিংয়ের গল্প শেয়ার করেছেন।
কাজল বলেন, ‘২৫ বছর আগে হালচালের সেটে আমাদের একে অপরের সঙ্গে দেখা হয়- আমি শট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে জিজ্ঞাসা করেছিলাম, আমার নায়ক কোথায়?’ তখন কেউ একজন ইশারা করে তাকে দেখান। পরে যদিও ওই ছবির সেটে থাকতে থাকতে আমরা একে অপরের বন্ধু হয়ে উঠি। আমি সেই সময় অন্য একজনের সঙ্গে সম্পের্কে ছিলাম এবং ও নিজেও অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্কে ছিল। এমন দিনও গেছে আমি আমার সেই সময়ের বয়ফ্রেন্ডের বিরুদ্ধে ওর কাছে অভিযোগ করেছি! পরে আমরা দুজনেই বুঝতে পারলাম আমরা একে অপরের সঙ্গে অনেক বেশি স্বচ্ছন্দ বোধ করছি।’
পোস্টে কাজল আরও লেখেন, একে অপরের থেকে যেহেতু বেশ খানিকটা দূরে থাকি তাই প্রেম বেশিরভাগ সময়ে গাড়ির মধ্যেই চলতো।
নিজের দাম্পত্যের নানা কথা ছাড়াও প্রথমবার গর্ভবতী হওয়া এবং গর্ভপাতের দুর্ভাগ্যজনক ঘটনাও শেয়ার করেছেন কাজল।
প্রায় ১০ বছর পর ফের জুটি বেঁধে সেলুলয়েডে ফিরছেন কাজল এবং অজয় দেবগণ। তানাজি: দ্য আনসং ওয়ারিয়র ছবিতে একসঙ্গে দেখা যাবে তাদের। ছবিটি আগামী ১০ জানুয়ারি মুক্তি পাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন