রাতারাতি হাসপাতাল বানিয়ে চীনের চমক - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

রাতারাতি হাসপাতাল বানিয়ে চীনের চমক

বিশ্বজুড়ে এখন সবচে আলোচিত ও আতঙ্ককর বিষয় হয়ে দাঁড়িয়েছে করোনাভাইরাস। চীনে করোনাভাইরাসে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩২ জনে।  এ ঘটনায় বুধবার জাপান ও যুক্তরাষ্ট্রে উহান শহর থেকে তাদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে। আর সংক্রমিত মানুষের সংখ্যা হয়েছে প্রায় ছয় হাজার। এ তথ্য জানিয়েছে দেশটির ন্যাশনাল হেল্থ কমিশন।


চীন ছাপিয়ে এই রোগ এখন বিশ্বের নানা দেশে ছড়িয়ে পড়ছে। এই সময়ে চীন আরও একটি সুখবর শোনালো। দেশটি জানিয়েছে, তারা করোনাভাইরাস নিয়ে যে স্পেশাল হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছিলেন, সেটি এখন আর পরিকল্পনায় নেই, বাস্তবে নির্মিত হয়ে গেছে। একটি খালি ভবনে একটানা দুইদিন রাতদিন কাজ করে রাতারাতি ১ হাজার শয্যাবিশিষ্ট এই হাসপাতালের কাজ ইতোমধ্যে শেষ করা হয়েছে। 

যে শহর থেকে করোনাভাইরাস ছড়িয়েছে, সেই উহানের কাছেই হাসপাতালটির অবস্থান। করোনাভাইরাসে আক্রান্তদের দ্রুত এখানে স্থানান্তর করা হবে। এবং সর্বোচ্চ দ্রুততার সাথে তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। 

এক বিবৃতিতে হাসপাতাল ‍নির্মাণের সঙ্গে জড়িত কর্তৃপক্ষ জানিয়েছে, ‘৪৮ ঘণ্টার দীর্ঘ পরিশ্রমে এই প্রকল্প বাস্তবায়ন হয়েছে। নির্মাণ সংস্থা, ইউটিলিটি কোম্পানি এবং আধাসামরিক পুলিশ কর্মকর্তারা যৌথভাবে এই কাজে সহায়তা করায় তাদের ধন্যবাদ।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}