জেনে নিন গুগলের ম্যাপস এর সুবিধাগুলো - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

জেনে নিন গুগলের ম্যাপস এর সুবিধাগুলো

গুগলের ম্যাপস ব্যবহার আমাদের সবারই জানা প্রয়োজন। কারণ আপনার গাড়ির গতি ও গতিসীমা ছাড়িয়ে গেলে আপনাকে সতর্কও করতে পারে গুগল ম্যাপস।
সম্প্রতি ‘স্পিডোমিটার’ নামে এই সুবিধা যুক্ত করা হয়েছে গুগল ম্যাপস অ্যাপে। এমনকি গাড়ির স্পিডোমিটারটি যদি ত্রুটিপূর্ণ বা ভেঙে গিয়ে থাকে, তবু আপনি এ সুবিধার মাধ্যমে এই তথ্যগুলো জানতে পারবেন।

slogaanbd


যেভাবে চালু করবেন-
নতুন সুবিধাটি চালু করতে আপনার ফোনে গুগল ম্যাপসের সর্বশেষ সংস্করণ ইনস্টল করতে হবে। এ ছাড়া সক্রিয় ইন্টারনেট সংযোগ এবং জিপিএস সেবা চালু থাকতে হবে।
১. আপনার ফোনের গুগল ম্যাপস অ্যাপটি চালু করুন এবং সেটিংসে যান।
২. নেভিগেশন সেটিংস অংশে স্পিডোমিটার অপশন চালু করুন।
৩. এবার সুবিধাটি চালু করতে গুগল ম্যাপসে যান এবং ওপরের বাঁ পাশের কোনার তিন বিন্দু আইকনে আলতো চাপুন।
৪. এখানে নিচের দিকে সেটিংসে যান।
৫. নেভিগেশন সেটিংস বিভাগের ভেতর স্পিডোমিটার সুবিধাটি লুকানো রয়েছে, নেভিগেশন সেটিংস অপশনে আলতো চাপুন।
৬. নেভিগেশন সেটিংসে স্পিডোমিটার অপশনটি খুঁজে নিয়ে তা চালু করে দিন।
৭. এখন হোম স্ক্রিনে ফিরে যান এবং নেভিগেশন মোডে ম্যাপস ব্যবহার করুন।

কোথায় আছেন প্রতিমুহূর্তে জানিয়ে দেওয়ার সুযোগ
গুগল ম্যাপের “Share your location in real time” নামের একটি  ফিচার ব্যবহার করে  যাকে খুশি জানাতে পারবেন এখন কোথায় আছেন। সেজন্য মেনু থেকে Share Location এ ক্লিক করে ডিউরেশন সিলেক্ট করে গুগল কনট্যাক্ট থেকে যাকে যাকে জানাতে চান সিলেক্ট করলেই তাদের সাথে লোকেশন শেয়ারিং শুরু করতে পারবেন।

ইন্টারনেট ছাড়া ম্যাচ কিভাবে চালাবেন
একটি এলাকার ম্যাপ ডাউনলোড করে রাখলে কোনরকম ইন্টারনেট সংযোগ ছাড়াই জেনে নেওয়া যাবে সেই এলাকার রাস্তাঘাট সবকিছু। পরেরবার কোথাও বেড়াতে গেলে আপনি আগে থেকেই সেই এলাকার ম্যাপ ডাউনলোড করে রাখতে পারেন, যেখানেই যান- পাহাড়-পর্বত, গহীন জঙ্গল কোথাও হারিয়ে যাবার ভয় আর থাকবে না! সেজন্য গুগল ম্যাপে মেনু থেকে অফলাইন ম্যাপ ডাউনলাড করে নিন কম্পিউটার বা স্মার্টফোনে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}