ফেব্রুয়ারিতে আসছে ‘গণ্ডি’ (ভিডিওসহ) - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

ফেব্রুয়ারিতে আসছে ‘গণ্ডি’ (ভিডিওসহ)

ভুবনমাঝিখ্যাত নির্মাতা ফাখরুল আরেফীন খানপরিচালিত চলচ্চিত্র গণ্ডি-র ট্রেইলার প্রকাশপেয়েছে। গতকাল গণ্ডির অফিশিয়াল ফেসবুকপেজ ও গড়াই ফিল্মসের ইউটিউব চ্যানেলেছবিটির ট্রেইলার মুক্তি দেয়া হয়। ছবিটি আগামী৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে।

ট্রেইলারে দেখা যায়, সব্যসাচী চক্রবর্তী খুবআক্ষেপ নিয়ে বলছেন, “এই বন্ধুত্ব, আড্ডা, গল্প... এগুলো কি শুধুই তোমাদের? আমাদেরকি শুধুই মৃত্যুর জন্য অপেক্ষা?” এ একটি কথাইবলে দেয় অবসরে থাকা মানুষের জীবন কতটানিঃসঙ্গতায় ভরা। গণ্ডিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা ও কলকাতার সব্যসাচী চক্রবর্তী।

পরিচালক ফাখরুল আরেফীন খান বলেন, ‘অপেক্ষার পালা শেষ। সামনে মাসের ৭ তারিখ মুক্তি পাবে গণ্ডি। চলচ্চিত্রটিনিয়ে আমরা অনেক আশাবাদী। একটু ভিন্নধর্মী বন্ধুত্বের গল্প নিয়ে খুবই কমন একটি সামাজিক বাধাকে তুলে ধরেছি।পরিবারের অটুট বন্ধন প্রাধান্য পেয়েছে চলচ্চিত্রটিতে। পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করার মতো ছবি গণ্ডি ।’

সুবর্ণা মুস্তাফা ও সব্যসাচী ছাড়া ছবিতে অভিনয় করেছেন শুভাশীষ ভৌমিক, মাজনুন মিজান, অপর্ণা ঘোষ, আমানরেজা, পায়েল মুখার্জিসহ আরো অনেকে। গড়াই ফিল্মস প্রযোজিত রোমান্টিক কমেডি ঘরানার গণ্ডি চলচ্চিত্রের আবহসংগীত করছেন পশ্চিমবঙ্গের দেবজ্যোতি মিশ্র।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}