‘'তোমার ওই মনটাকে একটা ধুলোমাখা পথ করে দাও' - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

‘'তোমার ওই মনটাকে একটা ধুলোমাখা পথ করে দাও'

সুরকার-সংগীত পরিচালক বাসুদেব ঘোষ মারা গেছেন। রবিবার রাত ১০টার দিকে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত রাজধানীর বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

বাসুদেব ঘোষ অসংখ্য জনপ্রিয় গান সুর করেছেন। এর মধ্যে ব্যাপক শ্রোতাপ্রিয়তা পায়,  ‘তুমি হারিয়ে যাওয়ার সময় আমায় সঙ্গে নিও’ মারজুক রাসেলের লেখা ও আসিফ আকবরের গাওয়া এই গান ছড়িয়ে পড়েছিল পাড়া মহল্লায় রাস্তায় রাস্তায়, দোকান-পাট, রেঁস্তোরায় কণ্ঠে কণ্ঠে। 

পার্থ বড়ুয়ার গাওয়া ‘তোমার ওই মনটাকে একটা ধুলোমাখা পথ করে দাও’ সব সময়ের প্রিয় গানের তালিকায় রেখে দেন শ্রোতারা। কুসুম কুসুম প্রেম অ্যালবামের জেমসের গাওয়া 'আর জানলাম সে আমার চেয়ে কম কেঁদেছে' জেমস ভক্তদের কণ্ঠে কণ্ঠে ফিরেছে। এছাড়াও ‘আমি খুঁজে বেড়াই আমার মা’, ‘এই করে কেটে গেল ১২টি বছর’, ‘দেহ মাদল’ প্রভৃতি। তার নিজের গাওয়া ‘বাজারে বাংলার ঢোল’ 'আমার মনের পাড়ায় রাষ্ট্র হয়ে গেছে রে।'  সংগীত জগতে ব্যাপক সাড়া ফেলেছিল।


২০১১ সাল থেকে তিনি অনেকটা নিভৃতে নিজ উদ্যোগে কাজ করছিলেন ইতিহাসের সবচেয়ে বড় দেশাত্মবোধক গানের অ্যালবাম নিয়ে। এক হাজারটি দেশের গান নিয়ে সাজানো এই অ্যালবামে নাম রেখেছিলেন ‘সূর্যালোকে শাণিত প্রাণের গান’। যাতে এর মধ্যে কণ্ঠ দিয়েছেন শতাধিক শিল্পী। গান রেকর্ড করেছেন প্রায় ২৫০টি।  শিগগিরই তার এই কাজটি এবং সংশ্লিষ্ট ডকুমেন্ট তিনি গিনেজ বুক অব ওয়ার্ল্ডের দফতরে জমা দেবেন বলে জানিয়েছিলেন বাসুদেব। তার আগে চলে গেলেন এই গুণী।

সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে ২০টি গান তৈরি করছিলেন বাসুদেব ঘোষ। যাতে কণ্ঠ দিয়েছেন সুমনা বর্ধন, সজল দাশ, পিন্টু ইসলাম, গোল্ডেন মণ্ডল, আশিষ সরকার, রুবেল রহমান প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}