গুগল প্লে স্টোরে শীর্ষ দুটি গেমসই রূপকথার - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

গুগল প্লে স্টোরে শীর্ষ দুটি গেমসই রূপকথার

মাত্র ১৩ বছর বয়সে গুগল প্লে স্টোরে আপলোড হওয়া গেমসের তালিকায় শীর্ষ দুইটি অবস্থান। ছয় বছর বয়স থেকে বিশ্বজুড়ে বিস্ময়ের জন্ম দেয়া। এমন এক রূপকথা গল্পের বইয়ে নয়, দৃশ্যমান আছে মানুষের রূপেই। কোনো সাধারণ ভিডিও গেম খেলোয়াড় নয়। স্রষ্টা মগ্ন তার সৃষ্টির আরো বেশি আধুনিকায়নের কাজে।

১৩ বছরের বিস্ময় বালক ওয়াসিক ফারহান রূপকথা। প্রযুক্তিগত ক্ষেত্র, ইউনিটি প্লাটফর্ম ব্যবহার করে কম্পিউটার এবং মোবাইল হ্যান্ডসেটে খেলার উপযোগী দুটি ভিডিও গেম নির্মাণ করেছে রূপকথা। নিজ নামের স্টুডিও থেকে গুগল প্লে স্টোরে ডিফেন্ড দ্যা আর্থ নামে গেমসটি আপলোড করা হয় চলতি মাসে। আর স্পেস কলাইডার নামে গেমসটি আপলোড হয় গেলো জুলাই মাসে।

গুগল প্লে স্টোরের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ নাগাদ রূপকথার দুটি গেমসই ছিলো শীর্ষ দুই অবস্থানে। এখন পর্যন্ত বিশ্বজুড়ে শুধু ডিফেন্ড দ্যা আর্থই প্রায় ২০ হাজারেরও বেশি ডাউনলোড হয়েছে। ইতিবাচক রিভিউয়ের সংখ্যাও ঈর্ষণীয়।

প্রযুক্তিখাতে রূপকথা পা রাখেন ২০১২ সালে। সেসময় রিপ্লিস বিলিভ ইট অর নট ম্যাগাজিনে ঠাঁই পায় রূপকথা। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে স্বীকৃতি পায়, বিশ্বের সর্বকনিষ্ঠ কম্পিউটার জাদুকর হিসেবে। আর দেশে অষ্টম শ্রেণীর ইংরেজি পাঠ্য ইংলিশ ফর টুডে বইয়ে এখন পর্যন্ত পাঠ করা হয় তাকে।

এখানেই থেমে নেই রূপকথা। দুটি গেমস প্রতিনিয়ত আপডেট করার কাজের পাশাপাশি একটি থার্ড পারসন শ্যুটার গেমও নির্মাণ করছে সে।

রূপকথার মা সিনথিয়া পারভীন বলছেন, শৈশব থেকেই কম্পিউটারের প্রতি অদম্য নেশার কারণেই রূপকথার এই গেম নির্মাণ।

এই বিস্ময় বালকের কর্মকান্ড প্রযুক্তিতে উৎসাহিত করবে দেশের আরও শিশুদের, এমনই প্রত্যাশা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের।


অবাক করার মতো তথ্য হলো, এখন পর্যন্ত কোনো ধরণের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই এই বিস্ময় বালকের।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}