বাংলা সিনেমার ‘স্টাইল আইকন’খ্যাত একসময়কার তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ অপমৃত্যুর মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ফের আগামী ১ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।
রোববার মামলাটির প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এদিন তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তা দাখিল করেনি। এজন্য ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী ওই দিন ধার্য করেন। মামলার বাদী পক্ষের আইনজীবী ফারুক আহাম্মদ এসব তথ্য জানিয়েছেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটন রোডে নিজের বাসা থেকে সালমান শাহর লাশ উদ্ধার করা হয় । তাঁর এই রহস্যজনক মৃত্যুর কারণ উদঘাটন ও দোষীদের শাস্তি বিধানের জন্য তাঁর মা নিলা চৌধুরী বছরের পর বছর আইনের দ্বারে দ্বারে ঘুরছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন