নয় হাজারেরও বেশি দাবানল! বিধ্বংসী আগুনে ছাই হচ্ছে আমাজন অরণ্য - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

নয় হাজারেরও বেশি দাবানল! বিধ্বংসী আগুনে ছাই হচ্ছে আমাজন অরণ্য

দক্ষিণ আমেরিকার আমাজন নদের পাশে প্রায় ৫৫ লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে গড়ে উঠেছে সুবিশাল বৃষ্টি-অরণ্য (রেন ফরেস্ট) আমাজন। 


পৃথিবীর ২০ শতাংশ অক্সিজেনের আমদানি হয় ওই বৃষ্টি-অরণ্য থেকে। নানা নাম না জানা উপজাতির বাসস্থান আমাজন জঙ্গলে রয়েছে ১৬ হাজার প্রজাতির গাছগাছালি। কিন্তু ‘পৃথিবীর ফুসফুস’ আজ বিপন্ন। আগুনের লেলিহান শিখা ক্রমশ গ্রাস করছে ওই চিরহরিৎ বনভূমিকে।


গত দশ বছরের মধ্যে সবচেয়ে তীব্রভাবে জ্বলছে ব্রাজিলের অ্যামাজন জঙ্গল। ব্রাজিলের রোরাইমা, আক্রে, রনডোনিয়া, অ্যামাজোনাস, মাটো গ্রোসো দো সুলসহ অন্যান্য প্রদেশের বনাঞ্চল মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে। 


এই আগুনের হিসেবে নানা ধরণের ছবি অনলাইনে ছড়িয়ে পড়ছে। অ্যামাজনের জন্য প্রার্থনা হ্যাশট্যাগ ব্যবহার করেও অনেক ছবি ছড়ানো হচ্ছে যেগুলো কয়েক দশকের পুরনো বা এমনকি ব্রাজিলেরই নয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}