টুইটারে যেসব পরিবর্তন আসতে যাচ্ছে - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

টুইটারে যেসব পরিবর্তন আসতে যাচ্ছে

 মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক রেকর্ড ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনে নিয়েছেন। মাইক্রোব্লগিং সাইটটি নিজের নিয়ন্ত্রণে নিয়েই উল্লেখযোগ্য কিছু পরিবর্তন আনতে যাচ্ছেন টেসলা ও স্পেসএক্সের মালিক। সেগুলো হচ্ছে, ব্যবহারকারী সবারই ‘ব্লু-টিক’ বা ভ্যারিফাইড অ্যাকাউন্ট, ভুয়া অ্যাকাউন্ট যাচাইকরণ, অ্যালগরিদম উন্মুক্ত ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা। 


বৃটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে কেবল বিশেষ কিছু ব্যবহারকারীর টুইটার অ্যাকাউন্টে ‘ব্লু-টিক’ দেখা যায়। তবে ইলন মাস্কের মালিকানায় আসার পরে ব্যবহারকারীদের মধ্যে এমন পার্থক্য থাকবে না। প্রত্যেক ব্যবহারকারীর অ্যাকাউন্টে ‘ব্লু-টিক’ দেখা যাবে। অর্থাৎ প্রত্যেকটি অ্যাকাউন্ট যাচাই-বাছাই করা হবে। এর মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট পরিচালনাও বন্ধ হয়ে যাবে। এজন্য ব্যবহার করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)। অনেকে ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে জনমত পরিবর্তনে ব্যাপক প্রভাব বিস্তার করেন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}