‘স্পাইডারম্যান’কে টেক্কা দিয়ে চলছে ‘স্ক্রিম’ - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

‘স্পাইডারম্যান’কে টেক্কা দিয়ে চলছে ‘স্ক্রিম’

 বক্স অফিসে রাজত্ব করছিল ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’। এর মাঝেই সবাইকে চমকে দিয়ে প্রথম দিনে ৩০ মিলিয়ন ডলার আয় করে নিয়েছে হরর থ্রিলার ‘স্ক্রিম।’

‘স্ক্রিম’ ছবির বাজেট মাত্র ২৪ মিলিয়ন ডলার। প্রথম দিনেই শুধু যুক্তরাষ্ট্রেই বাজেটের চেয়ে বেশি আয় করেছে ছবিটি। আরও ৫০টি ইন্টারন্যাশনাল মার্কেটে ছবির প্রথম দিনের আয় দাঁড়িয়েছে ১৮ মিলিয়ন ডলারে। এক মাস পরে ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’কে টেক্কা দিয়েছে কোনো ছবি। মুক্তির একমাস পরে ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’ টিকেট বিক্রির দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে আছে। ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’কে সরিয়ে প্রথম স্থানটি দখল করে নিয়েছে ‘স্ক্রিম।’ প্যারামাউন্ট পিকচার্সের ‘স্ক্রিম’ এই ফ্র্যাঞ্চাইজির পঞ্চম ছবি। ছবিতে এক ঝাঁক নতুন শিল্পিকে দেখা যাবে।

 কাহিনীতে থাকছে নতুনত্ব। ২ ঘণ্টার এই ছবিটিতে ২৫ বছর আগের কাহিনী দেখানো হয়েছে। উডসবোরো শহরে বেশ কয়েকটি নৃশংস খুনের ঘটনা ঘটে। ভূতের মুখোশ পরে কালিফ নামের এক খুনি টিনএজারদের টার্গেট করে এই ঘটনা গুলো ঘটাতে থাকে। অমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় বেশ কয়েকটি বড় বাজেটের সিনেমার মুক্তি পিছিয়ে দেয়া হয়েছে। এই কঠিন সময়ে ‘স্ক্রিম’-এর এমন সাফল্য নির্মাতা-প্রযোজকদের মনে আশা যোগাচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}