বাল্ব দিয়ে আঁড়ি পাতে হ্যাকাররা! - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

বাল্ব দিয়ে আঁড়ি পাতে হ্যাকাররা!

এতদিন জানা ছিল স্মার্টফোন, স্মার্ট টিভি, ল্যাপটপ, ট্যাবলেট ,স্মার্ট ফ্রিজ, স্মার্ট মাইক্রোওয়েভের মতো বস্তুর মাধ্যমে গোয়েন্দাবৃত্তি করা হয়। কিন্তু নতুন তথ্যে জানা যাচ্ছে, ঘরের বাল্ব স্মার্ট না হলেও তার মধ্যে দিয়ে গোপনে তথ্য সংগ্রহ করা যায়৷
এক গবেষণায় নতুন পদ্ধতিটি তৈরি করেছে৷ এতে বাল্বকে ক্যামেরার মতো ব্যবহার করা যায়৷ বাল্ব দিয়ে কথা বলা ও শোনা সম্ভব৷ গবেষকরা এর নাম দিয়েছেন ল্যাম্পফোন৷ এই বাল্বের ভাইব্রেশন দিয়ে রিয়েল টাইম প্যাসিভ রিকভারি সাউন্ডের দ্বারা সব কথাবার্তা শোনা সম্ভব৷ নির্দিষ্ট জায়গার থেকে ২৫ মিটার দূর অবধি এই কথা শোনা সম্ভব৷ আর এটা তখনই করা সম্ভব হবে যখন ইলেক্ট্রো অপটিকাল সেন্সর কাজ করবে৷ এর দ্বারা শব্দের প্রতি ফ্রিকোয়েন্সি অ্যানালাইজ করা যাবে৷

গবেষকরা এরকম অ্যালগরিদম বানিয়েছেন যাতে বাল্বে ফ্রিকোয়েন্সি আর ভাইব্রেশন কালেক্ট করে অপ্টিকাল মাপ দিয়ে সাউন্ড রেকর্ড করা যাবে৷ তারা ইতিমধ্যেই একটি অফিসে বিষয়টি পরীক্ষা করে দেখেছে ৷ সেই অফিসে ১২ ওয়াটের একটি এলইডি বাল্ব লাগানো ছিল৷  সেখানে আলাদা লেন্সের ব্যাস যুক্ত (১০,২০,৩৫ সেমি) তিনটি টেলিস্কোপ রাখা ছিল৷ রিসার্চাররা জানিয়েছিলেন এসএনআর -যা সমস্ত টেলিস্কোপ থেকে প্রাপ্ত অপ্টিকাল মাপ পাওয়া গিয়েছিল তা মাইক্রোফোন থেকে প্রাপ্ত শব্দতরঙ্গের সঙ্গে মিলিয়ে গ্রাফ তৈরি করা হয় ৷ এই রেজাল্টের ইকুয়ালাইজেশন করে ফল পাওয়া গেছে ৷ 
গবেষকদের দাবি, এই পদ্ধতি একেবারে সঠিক ও নিখুঁত৷ আর এর থেকে পাওয়া শব্দ শানজম অ্যাপে প্লে করা হয়৷ শানজম এমন এক অ্যাপ যেটি আর্টিফিসিয়াল ইনটিলিজেন্স দিয়ে মিউজিক থেকে গান বানাতে পারে৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}