ভাইরাস নিয়ে নয়া তত্ত্ব বক্সার আমিরের - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

ভাইরাস নিয়ে নয়া তত্ত্ব বক্সার আমিরের

পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ বক্সার আমির খান দাবি করলেন, চিন থেকে কোভিট-১৯ ভাইরাসের উৎপত্তি নয়, তা ‘মানুষের তৈরি’। বয়স্ক মানুষ এবং সমাজের অন্ত্যজ শ্রেণিকে শেষ করার জন্যই এই মারণ ভাইরাস ছাড়া হয়েছে বলে দাবি করলেন আমির। বর্তমানের বিজ্ঞানকে ‘ভুয়ো’ বলে দাবি করে আমির ইন্সটাগ্রামে বলেন, ‘এই মহামারির একটা কারণ রয়েছে। মোবাইলের ফাইভ জি প্রযুক্তি পরীক্ষার সঙ্গেও এর সম্পর্ক রয়েছে।’


ঘটনা হল, ফাইভ জি প্রযুক্তির সঙ্গে করোনাভাইরাস ছড়ানোর একটা সম্পর্ক নিয়ে গত কয়েক দিন ধরেই নানা তত্ত্ব শোনা যাচ্ছে। যা ব্রিটিশ সরকারের তরফে পুরোপুরি নস্যাৎ করে দেওয়া হয়েছে। কিন্তু আমির সে সব মানছেন না। বলছেন, ‘আমার মনে হয় না ওই ভাইরাস চিন থেকে এসেছে। এটা একটা মিথ্যা প্রচার। সবাই বলছে, বাদুড়, ইঁদুর খাওয়ার ফলে নাকি এটা ছড়িয়েছে। কী বাজে কথা। আপনারা এটা বিশ্বাস করেন?’ সঙ্গে জুড়ে দিলেন, ‘আপনাদের মনে হয় না, ফাইভ জি টাওয়ার বসানোর জন্য এই ভাইরাসের বংশবৃদ্ধি জোরদার হয়েছে? এটা মানুষের তৈরি একটা ভাইরাস। নির্দিষ্ট একটা উদ্দেশ্য নিয়ে এটা করা হয়েছে। জনসংখ্যা কমানোর জন্যই এটা করা হয়েছে। ভেবে দেখুন, এই ভাইরাসের ফলে বেশিরভাগ যাঁরা মারা যাচ্ছেন, তাঁরা বৃদ্ধ ও সমাজের নিচু তলার স্বল্প আয়ের মানুষ।’ তবে, শুধু আমির খান নন, হলিউডের তারকা উডি হারেলসন-সহ অনেকেই এই তত্ত্বে বিশ্বাস করছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}