আইসিসি বিশ্বকাপের সেরা একাদশে সাকিব - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

আইসিসি বিশ্বকাপের সেরা একাদশে সাকিব



বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করলো আইসিসি। নিজ নিজ দলের হয়ে নজর কেড়েছেন অনেক তারকাই। ভারত, অস্ত্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যন্ডের ক্রিকেটারদের মাঝে এবার নিজের জায়গা করে নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশের সাকিব আল হাসান। সদ্য শেষ হওয়া বিশ্বকাপের আসরে অসাধারণ পারফরম্যান্স করেছেন সাকিব আল হাসান। ব্যাট হাতে ৮ ম্যাচে ৬০৬ রান করার পাশাপাশি বল হাতে শিকার করেন ১১ উইকেট। বিশ্বকাপটা যেন স্বপ্নের মতো কেটেছে সাকিবের। অলরাউন্ড নৈপুণ্যের সুবাদে বিশ্বকাপ শেষে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থার (আইসিসি) গঠিত সেরা একাদশে জায়গা পেয়েছেন সাকিব।

এবারের আইসিসির সেরা একাদশে ঠাঁই পেয়েছেন মাত্র দু’জন ভারতীয়। কোনও পাকিস্তানি ক্রিকেটার এই তালিকায় নেই। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড দলের চার ক্রিকেটার ঠাঁই পেয়েছেন এই তালিকায়। নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ারও দু’জন করে ঠাঁই পেয়েছেন সেরা একাদশে। আর এই একাদশের অধিনায়ক হিসেবে বাছা হয়েছে কেন উইলিয়ামসনকে।

সেরা একাদশে ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন রোহিত শর্মা এবং জেসন রয়। রোহিত এবারের বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক। অন্যদিকে, সেমিফাইনাল এবং গ্রুপ পর্বের কয়েকটি ম্যাচে দুর্দান্ত খেলেছেন রয়। তবে, এখানে প্রশ্ন উঠছে ওয়ার্নারের বাদ যাওয়া নিয়ে। কারণ, সর্বোচ্চ রান স্কোরারের তালিকায় রোহিতের পরই ছিলেন তিনি। হিট ম্যানের থেকে মাত্র ১ রান কম করেছেন ওয়ার্নার।

তৃতীয় ও চতুর্থ ব্যাটসম্যান হিসেবে বেছে নেওয়া হয়েছে উইলিয়ামসন এবং শাকিব আল হাসানকে। দু’জনেই দুর্দান্ত পারফর্ম করেছেন বিশ্বকাপে। তাছাড়া উইলিয়ামসন টুর্নামেন্টের সেরা নির্বাচিত হয়েছেন। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে জায়গা হয়েছে জো রুটের। বেন স্টোকস জায়গা পেয়েছেন পেস বোলিং অল-রাউন্ডার হিসেবে। উইকেট রক্ষক হিসেবে স্থান পেয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালেক্স কেরি। আইসিসির সেরা একাদশে রয়েছেন চার পেসার। তারা হলেন মিচেল স্টার্ক, জোফ্রা আর্চার, লকি ফার্গুসন এবং জসপ্রিত বুমরাহ। টুয়েলভথ ম্যান হিসেবে জায়গা পেয়েছেন ট্রেন্ট বোল্ট।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}