এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মওলাইনং - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মওলাইনং

বাংলাদেশের খুব কাছে কিন্তু সীমান্তের ওপারে রয়েছে অদ্ভুত সুন্দর এক গ্রাম। যার নাম মওলাইনং। ভারতের উত্তরপূর্ব মেঘালয় রাজ্যে অবস্থিত এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম হিসেবে স্বীকৃত গ্রাম মওলাইনং। শিলং থেকে ১০০ কিলোমিটার দূরে খাসিয়া পাহাড়ের কোলে অবস্থিত গ্রামটি। কেবল পরিষ্কারই নয় সৌন্দর্যেও অসাধারণ। প্রতিটি বাড়ির সাথে লাগোয়া বাগানে ফুটে থাকে নানা রঙের ফুল।

গ্রামের ভেতর প্রবেশ করলে কোথাও কনো ময়লা পরে থাকতে দেখা যায় না। পথ-ঘাট বাড়ির আঙ্গিনা সব কিছুই পরিচ্ছন্ন। গ্রামের অধিবাসীরা ময়লা ফেলতে ব্যবহার করেন নিজেদের তৈরি ছোট ছোট বাঁশের ডাস্টবিন। রাস্তায় একটু পর পরই রয়েছে ময়লা ফেলবার এ পাত্রগুলো। সবই জৈব পদার্থে তৈরি। কাঠ বা বাঁশের তিনটি খুঁটির ওপর রাখা আছে বাঁশের চাঁচাড়ি থেকে তৈরি তিনকোনা ডাস্টবিন। এখানেই সবাই ময়লা আবর্জনা ফেলে। এই ডাস্টবিন দেখা যাবে বিভিন্ন স্থানে। একটু পর পরই রাখা থাকে এমন ডাস্টবিন। আর এখানকার সবাই নির্দিষ্ট স্থানেই ময়লা ফেলতে অভ্যস্ত।

মাওলাইনংকে প্রথম এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম হিসেবে ঘোষণা দেয় ভ্রমণ বিষয়ক ম্যাগাজিন ডিসকভারি ইন্ডিয়া। ২০০৩ সালে এই গ্রামকে এশিয়ার সব থেকে পরিষ্কার হিসেবে স্বীকৃতি দেয়। এরপর ২০০৫ সালে ভারত সরকার এই গ্রামটিকে দেশের সবচেয়ে পরিষ্কার গ্রাম হিসেবে স্বীকৃতি দেয়।

এই গ্রামটিতে মূলত বসবাস করেন খাসিয়া আদীবাসী সম্প্রদায়ের মানুষ। বর্তমানে এই গ্রামে ৯৫টি পরিবার মিলিয়ে প্রায় ৫০০ জন মানুষের বাস। তারা মূলত খাসিয়া ভাষায় কথা বলে। তবে পর্যটকদের সাথে হিন্দি ভাষায় কথা বলে।
পুরো গ্রামটিতে প্রকৃতির অপার সৌন্দর্য ছড়িয়ে আছে। চারিদিকে সবুজের সমারোহ। নানারকম সবুজ গাছপালা আর ফুল-ফলের গাছে সাজানো ছবির মতো একটি গ্রাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}